বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

১১ প্রকল্পে ১৭৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

১১ প্রকল্পে ১৭৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

চলতি ২০১৫-১৬ অর্থবছরে ১১টি উন্নয়ন প্রকল্পে ঋণ ও অনুদান মিলিয়ে ১৭৬ কোটি ডলারের ঋণ চুক্তি করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজ দফতরে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংকের এ ঊর্ধ্বতন কর্মকর্তা আগামীতে বাংলাদেশের চাহিদা অনুযায়ী আরও বৃহত্তর পরিসরে ও পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস দিয়েছেন। পরে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, আমরা বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশের অবকাঠামো, সড়ক, কানেকটিভিটি, বিদ্যুৎ, গ্যাসসহ দেশের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় খাতে সহায়তা চেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে এখন বিশ্বব্যাংক আসতে চাইলেও আমারা আর নিতে পারব না। এ সময় বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট মার্টিন রামা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে উন্নতি করছে। পদ্মা সেতুর মতো বা তার চেয়েও বড় প্রকল্প আসছে। সেসব প্রকল্পে আমরা যুক্ত হতে আগ্রহী।  উলে­খ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে দেশে ৩৬টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তালিকাভুক্ত ১১ প্রকল্প হচ্ছে, ১৮ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে জাতীয় কৃষি প্রযুক্তি সংশ্লিষ্ট দুটি প্রকল্প, ৬০ কোটি ডলারের নদী তীর উন্নয়ন প্রকল্প, ২৫ কোটি ডলারের ঘোড়াশাল ৪র্থ ইউনিটের রিপাওয়ারিং প্রকল্প, ৫ কোটি ডলার ব্যয়ে বস্তিবাসীদের উন্নয়নের প্রকল্প, সাড়ে ৭ কোটি ডলার ব্যয়ে আঞ্চলিক আবহাওয়া ও পরিবেশের উন্নয়ন প্রকল্প, ১২ কোটি ডলার ব্যয়ে আঞ্চলিক যোগাযোগ উন্নয়নের প্রকল্প, ১০ কোটি ডলার ব্যয়ে কলেজ শিক্ষার মান উন্নয়ন প্রকল্প, ১০ কোটি ডলার ব্যয়ে তৃতীয় প্রথমিক উন্নয়ন প্রকল্প, ১০ কোটি ডলার ব্যয়ে দক্ষতা উন্নয়নের বাড়তি ব্যয়ের প্রকল্প, ১৭ কোটি ৬৭ লাখ ডলার ব্যয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ প্রকল্প।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দুই দিনের সফরে ঢাকায় : এদিকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (পরিচালনা) কিলো পিটারস দীর্ঘমেয়াদি অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও জোরদারে দুই দিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়েছে, সফরকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট কিছু প্রকল্প পরিদর্শন করবেন। কিলো পিটারসন সফর প্রসঙ্গে বলেছেন, নানা প্রতিক‚লতার মাঝেও দারিদ্র্য হ্রাসে উলে­খযোগ্য অগ্রগতির কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী সমাদ্রিত যা অন্য দেশের জন্য শিক্ষণীয়। তবে বাংলাদেশ এখনো কিছু বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে।

 

সর্বশেষ খবর