শিরোনাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
আদালতে সাহারা খাতুন

হামলাকারীদের ধরার চেষ্টা করেনি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

হামলাকারীদের ধরার চেষ্টা করেনি পুলিশ

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকারী সন্ত্রাসী ও জঙ্গিবাদের ধরার চেষ্টা না করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গুলি চালায় পুলিশ। তৎকালীন চারদলীয় জোট সরকারের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন অ্যাডভোকেট সাহারা খাতুন। গতকাল ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় সাক্ষ্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী  লীগের এই প্রেসিডিয়াম সদস্য। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর অস্থায়ী এজলাসে এ সাক্ষ্য গ্রহণ হয়। বিচারক শাহেদ নূর উদ্দিন জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। আজ আবার জেরার জন্য দিন ধার্য রয়েছে। সাহারা খাতুন বলেন, চারদলীয় জোট সরকারের কতিপয় মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান জঙ্গিদের সঙ্গে বনানীর হাওয়া ভবনে বসে বৈঠক করে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনা অনুযায়ী এই বর্বরোচিত হামলা চালানো হয়। নিহত হন দলের ২৪ নেতা-কর্মী। গুরুতর আহত হন অসংখ্য নেতা-কর্মী, যারা আজও সারা শরীরে স্পি­ন্টার নিয়ে ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছেন।

তার শরীরের বিভিন্ন স্থানেও বিস্ফোরিত গ্রেনেডের স্পি­ন্টার রয়েছে উল্লেখ করে সাহারা খাতুন বলেন, এখনো আমি যন্ত্রণা ভোগ করি। এখনো চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

 

সর্বশেষ খবর