রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হেলালের কৃতিত্ব

বিশ্ব কোরআন প্রতিযোগিতায়

বাংলাদেশি হেলালের কৃতিত্ব

সৌদি সরকার কর্তৃক আয়োজিত পবিত্র মক্কায় মসজিদে হারামে অনুষ্ঠিত বিশ্ব হিফজুর কোরআন প্রতিযোগিতায় ঢাকার যাত্রাবাড়ীর ‘মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা’-এর ছাত্র হাফেজ মুহাম্মাদ হেলাল উদ্দীন বিজয়ের গৌরব অর্জন করেছেন। তিনি ৭০টি দেশের মধ্যে বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অর্জন করেছেন। পুরস্কারস্বরূপ ১৫ লাখ টাকা লাভ করেছেন। এ পুরস্কার তুলে দেন মক্কা শরিফের ইমাম শায়েখ আবদুর রহমান আস সুদাইস ও সৌদির ধর্মমন্ত্রী সালেহ বিন আ. আজিজ বিন আলী শায়েখ। হাফেজ হেলাল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোবরদি বরাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীনের ৪ ছেলের মধ্যে প্রথম সন্তান। তিনি এ বছর রমজান মাসে বাংলাভিশনে প্রচারিত আল কুরআনের আলো প্রতিযোগিতায়ও ১ম স্থান অর্জন করেছিলেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর