রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাংকিং কার্যক্রম এখন নজরদারিতে : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক পুরো ব্যাংকিং কার্যক্রমকে নজরদারির আওতায় নিয়ে এসেছে। ফলে এ খাতে এখন আগের চেয়ে অনেক বেশি জবাবদিহিতা বেড়েছে। মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে। গতকাল রাজধানীর কুড়িলের একটি হোটেলে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গভর্নর উল্লেখ করেন, আর্থিক লেনদেন থেকে শুরু করে সব ধরনের বিনিয়োগের বিষয় এখন কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করছে। যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এভাবে আর্থিক খাতকে পুরোপুরি নজরদারির আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ব্যাংকে এখন অনেক সহজে লেনদেন করা যায়। দিন দিন এটা আরও সহজ হচ্ছে। প্রযুক্তি নির্ভরতার ফলে ব্যাংকিং প্রান্তিক মানুষের দোরগোড়ায় যেমন এসেছে, তেমনি অনিয়ম-হয়রানিও কমেছে।

সর্বশেষ খবর