মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
রাজশাহীতে মির্জা আজম

সব বন্ধ পাটকল চালু করা হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল। ফলে পাটশিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা এখন রিকশা চালান। সেই শ্রমিকদের ফিরিয়ে এনে সরকার বন্ধ পাটকলগুলো চালুর উদ্যোগ নিয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নসংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও সোনালি আঁশের দেশ হিসেবে পরিচিত করতে কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে। এ জন্য পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালেদ (অব.), পাট অধিদফতরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর