শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে হরতাল বিরোধী মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সকাল-সন্ধ্যা হরতাল ডেকে গতকালও মাঠে ছিল না জামায়াতে ইসলামী। তবে রাজধানীর রাজপথ আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের দখলে ছিল। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির প্রতিবাদে গতকাল সারা দেশে জামায়াত সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। এই হরতালের প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। সকাল থেকেই গুলিস্তানের জিরো পয়েন্ট ও পুরানা পল্টনসহ আশপাশে অবস্থান নেয় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে খণ্ড খণ্ড মিছিল করে তারা বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে সমবেত হয়ে হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে হরতালের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল সকালে শাহবাগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিলটি ঢাবির টিএসসি ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান তার দালালদের রক্ষায় উঠেপড়ে লেগেছে। যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হলেই পাকিস্তানের বক্তব্য-বিবৃতি থেকে বোঝা যায় এ যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পাকিস্তানের স্বার্থ রক্ষায় কাজ করে গেছে।

সর্বশেষ খবর