সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশেষ অভিযানে আরও ১৭২ জন গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

সন্ত্রাস এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও যৌথবাহিনী গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপি নেতা-কর্মীসহ আরও ১৭২ জনকে গ্রেফতার করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৮২ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৯৫ লিটার চোলাই মদ, ১৮৭৯ পিস ইয়াবা, ২৮০ গ্রাম গাঁজা, চারটি সোনার বার উদ্ধার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আবদুল আওয়াল জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৬ জন এবং সাজা পরোয়ানা মূলে ৬৬ জন আসামি রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : নাশকতায় জড়িত সন্দেহে জামায়াত-বিএনপির নেতা-কর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২৪ জন, নিয়মিত মামলার ২৩ জনসহ বিভিন্ন ধারার ৫ জন আসামি রয়েছেন। একইসঙ্গে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন বিএনপির নেতা আনসারুল ইসলামকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি মোবারকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঝিনাইদহ :  ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির-বিএনপির কর্মীসহ বিভিন্ন মামলায় ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী : নাশকতার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক নুন্নাহার জামিনে মুক্তি পাওয়ার পর  গতকাল রাজশাহী কারাগারের প্রধান ফটক থেকে তাকে নগর গোয়েন্দা পুলিশ আটক করে।

সর্বশেষ খবর