সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই ক্লিনিক মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে আল আবীর মেডিকেল চেকআপ সেন্টার এবং আল আরব মেডিকেল চেকআপ সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ক্লিনিক দুইটির মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ। র‌্যাব-১ এর ডিএডি আবদুস সালাম জানান, গতকাল দুপুরে বনানীর ব্লক-ই, রোড-১৭ এর আল আবীর মেডিকেল চেকআপ সেন্টারকে লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় এবং ভুয়া মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক জুয়েল হোসেন এবং ফিরোজ আল মামুনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় আল আরব মেডিকেল চেকআপ সেন্টারকে লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য মালিক মোছা. বকুল বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা আরও জানান, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠান দুটিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর