মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পণ্যে পাটজাত মোড়ক নিশ্চিত করতে ১৬০ মোবাইল কোর্ট

সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে দেশের ৬৪ জেলায় গতকাল সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। সারা দেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৬০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় প্রায় ১১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, রাজধানীর কারওয়ান বাজার ও পুরান ঢাকার বাদামতলী চালের আড়ত পরিদর্শন করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ছয় পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ অপরাধ দ্বিতীয়বার হলে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করা হবে। এ সময় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ূন খালেদ ও পাট অধিদফতরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন। মির্জা আজম বলেন, ‘কারাদণ্ড, অর্থদণ্ড, ব্যাংক ঋণ সুবিধা বন্ধ, লাইসেন্স বাতিলের বিধান রেখে ‘ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট ২০১০’ বাস্তবায়নে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে এ অভিযান চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর