মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাণিজ্যমন্ত্রী-রাষ্ট্রদূত বৈঠক

বাংলাদেশ-ইইউ বাণিজ্য কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে যৌথ বিজনেস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে বিরাজমান বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বিনিয়োগের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করবে এ বিজনেস কাউন্সিল। মন্ত্রী আরও জানান, এ বিজনেস কাউন্সিলে ইউরোপীয় ইউনিয়নের ২৫ জন এবং বাংলাদেশের এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ব্যবসায়ী প্রতিনিধিরা সদস্য থাকবেন। এ কাউন্সিলের প্রথম সভা হবে আগামী ফেব্রুয়ারি মাসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর