মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জ্বালানি সচিব আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সচিব আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক (৫৮) আর নেই। ইন্নালিল্লাহি ... রাজিউন। গতকাল ভোর পৌনে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। সচিবের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। সোমবার গভীর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাজা তার সরকারি  বাসভবন টগরে অনুষ্ঠিত হয়েছে। পরে সচিবালয় জামে মসজিদে দ্বিতীয়, বায়তুল মোকাররমে তৃতীয় ও বনানী কবরস্থানে চতুর্থ দফা জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। আবু বকর সিদ্দিক এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন। সচিবালয়ে অনুষ্ঠিত জানাজায়, মন্ত্রি-প্রতিমন্ত্রী, সচিবসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, ডেপুটি স্পিকার, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জনপ্রশাসনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্য ও মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমসহ অন্য সচিবরা গভীর শোক প্রকাশ করেছেন।

 শোক বাণীতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর