বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তারানার চিঠিতে ফেসবুকের সাড়া

নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ইমেইল পাঠানোর এক দিন পর ফিরতি ইমেইলে আলোচনার আগ্রহ দেখিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে এ আলোচনার কথা বলা হয়েছিল। প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন, ফেসবুকের দক্ষিণ ও মধ্য এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাশ ইমেইল করে চলতি মাসের ৬ বা ৭ তারিখের যে কোনো দিন আলোচনার প্রস্তাব দিয়েছেন। এতদিন কোনো চুক্তি না থাকায় নারী ও শিশুর প্রতি অবমাননাকর ও আপত্তিকর কিংবা অন্যান্য বিষয়ে কোনো তথ্য চাইলে ফেসবুক সাড়া দেয়নি। এখন ফেসবুকের সঙ্গে আলোচনা করে চুক্তি হলে দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সাময়িক বন্ধ রয়েছে। তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ চিঠির সঙ্গে ফেসবুক খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর