বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পার্বত্য চুক্তির ১৮ বছর পূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৮ বছর পূর্তি আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির মাধ্যমে প্রায় দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত-সংঘর্ষের অবসান ঘটে। সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও শান্তিবাহিনীর পক্ষে জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) শান্তি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির পর জেএসএস সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে এলেও পাহাড়ে পরিপূর্ণ শান্তি ফিরে আসেনি। চুক্তি মানা এবং না মানা নিয়ে সেখানে নতুন করে সৃষ্টি হয় পাহাড়িদের তিনটি সশস্ত্র গ্রুপ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর