মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিলবোর্ড উচ্ছেদে হার্ডলাইনে সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

 

 

সিলেট নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযানে  নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সকাল  থেকে গভীর রাত পর্যন্ত চলে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান। এর আগে অবৈধ বিলবোর্ড স্বেচ্ছায় সরিয়ে নিতে সিটি করপোরেশন সংশ্লিষ্টদের নোটিস দেওয়ার পাশাপাশি গণবিজ্ঞপ্তি জারি করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সিসিক কর্তৃপক্ষ অভিযানে নেমেছে। আগামী ২০ ডিসেম্বর থেকে বুলডোজার ও ক্রেনসহ ভারী যন্ত্রপাতি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। সিসিক সূত্রে জানা যায়, অনুমোদন ও ট্যাক্স পরিশোধ না করে নগরীতে যারা বিলবোর্ড স্থাপন করেছেন তাদের স্বেচ্ছায় সরিয়ে নিতে কয়েক দফা নোটিস দেওয়া হয়। কিন্তু তাতে গুরুত্ব দেয়নি সংশ্লিষ্টরা। এ অবস্থায় গত রবিবার রাত ১০টা থেকে অভিযানে নামে সিসিক কর্তৃপক্ষ। রাত ২টা পর্যন্ত নগরীর রিকাবীবাজার, লামাবাজার ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চলে উচ্ছেদ অভিযান।

 

সর্বশেষ খবর