মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার নয়

নিজস্ব প্রতিবেদক

সামরিক বাহিনী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ড্রোন ব্যবহার করতে হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি লাগবে। যে সব স্থানে বিমানবন্দর নেই সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ড্রোন ব্যবহার করা যাবে। অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার করা যাবে না। ড্রোন সংক্রান্ত খসড়া নীতিমালায় এ কথা বলা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনী সঙ্গে সমন্বয় করে দ্রুত ড্রোন নীতিমালা চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে। বৈঠকে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নীতিমালা প্রস্তুত করেছে। কমিটি বাংলাদেশ বিমান বাহিনী এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ড্রোন নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ করে। একই সঙ্গে কমিটি দেশের বিভিন্ন বিমানবন্দরে জরুরি ভিত্তিতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য যন্ত্রপাতি কেনার কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।

বৈঠকে সভাপতিত্ব করেন কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান বৈঠকে  অংশ নেন।

সর্বশেষ খবর