বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রদর্শনে অগ্রাধিকার পাবে দেশি টিভি চ্যানেল

নিজস্ব প্রতিবেদক

অগ্রাধিকারভিত্তিতে দেশি টেলিভিশন চ্যানেল প্রদর্শনে কেবল অপারেটরদের নির্দেশনা দেবে সরকার। আর এই অগ্রাধিকার সিরিয়াল নির্ধারণ হবে প্রতিষ্ঠার সময়ানুসারে। অর্থাৎ, যে টেলিভিশন চ্যানেল সবার আগে সম্প্রচারে এসেছে, সেটি থাকবে এক নম্বরে। এরপর প্রতিষ্ঠাকাল ধরে টিভি চ্যানেলগুলোর সিরিয়াল ঠিক করা হবে।

গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশে টিভি চ্যানেলগুলোর সিরিয়াল ঠিকমত নেই, বিদেশি চ্যানেল আগে দেখায়। দেশের কোনো কোনো চ্যানেল আগে, আবার আগে প্রতিষ্ঠিত অনেক চ্যানেলই পরে আসে, এটা ঠিক না। আমরা সিরিয়াল ঠিক করে দেব।

তোফায়েল আহমেদ আরও বলেন, যে চ্যানেল যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় অনুযায়ী তথ্য মন্ত্রণালয় টিভি চ্যানেলের সিরিয়াল ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে। আমরা তা কেবল অপারেটরদের জানাব। তাদের এই সিদ্ধান্ত মানতে হবে।

সর্বশেষ খবর