বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ফের ভেজাল ওষুধ বিরোধী অভিযান

ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাজনৈতিক ও ওষুধ ব্যবসায়ীদের তদবিরে বন্ধ থাকা ভেজাল ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ফের অভিযান শুরু করেছে। ১৫ দিন বন্ধ থাকার পর গতকাল আবারও অভিযান শুরু হয়। অভিযানে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকার মেরাজ ফার্মেসি থেকে মো. ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া অভিযানে ৬ ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, নানা কারণে কিছুদিন অভিযান বন্ধ ছিল। জেলা প্রশাসকের নির্দেশে ফের অভিযান শুরু হয়েছে। জানা যায়, মহানগরীর বায়েজীদ থানাধীন কুঞ্জ ছায়া আবাসিক এলাকা এবং আতুরার ডিপো এলাকায় পরিচালিত অভিযানে লাইসেন্স না থাকার অপরাধে কামাল ফার্মেসির মালিক মেজবাহ উদ্দীনকে ২০ হাজার , লাইসেন্স নবায়ন না করায় প্রমি ড্রাগ হাউসের মালিক ঝন্টু দেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর