বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ মাসে এডিপি ১৭ ভাগ বাস্তবায়ন

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরের প্রথম  পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। যা গত দুই অর্থবছরের চেয়ে কম।  এ জন্য অর্থবছরের প্রথম তিন মাসের প্রবল বর্ষণকে দূষছেন তিনি। এ ছাড়া এডিপি বাস্তবায়নে ধীরগতির জন্য চলতি (২০১৫-১৬) গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এডিপি বাস্তবায়নের তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, প্রথম তিন মাসে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে রাস্তাঘাটসহ উন্নয়ন কাজ বিঘ্নিত হয়েছে। এ কারণেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও কিছুটা ধীরগতির হয়েছে। আসছে জানুয়ারি থেকে এডিপি বাস্তবায়নের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত সব মন্ত্রণালয় ও সংস্থা নভেম্বর মাস পর্যন্ত অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৯ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয় করতে পেরেছে। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে মোট ১ লাখ ৯৯৭ কোটি টাকা, যার মধ্যে সরকারি প্রকল্পের জন্য ৯৭ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য ৩ হাজার ৯৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সে হিসাবে অর্থবছরের প্রথম পাঁচ মাসের ব্যয় মোট এডিপির ১৭ শতাংশ। অর্থবছরের প্রথম পাঁচ মাসের ব্যয়ের এ হার গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কম। গেল অর্থবছরের প্রথম পাঁচ মাসে ২০ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। তার আগের অর্থবছরের একই সময়ে বাস্তবায়িত হয়েছিল ১৯ ভাগ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারি তহবিল থেকে বরাদ্দের ১৯ ভাগ ব্যয় করতে পারলেও বৈদেশিক সহায়তা খাতের অর্থ ব্যয় হয়েছে মাত্র ১৪ ভাগ।

পাঁচ মাসের এডিপি বাস্তবায়ন চিত্রে দেখা যায়, বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করেছে ১৮ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ২৭ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১৪ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ১৩ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৬ শতাংশ, সেতু বিভাগ ১৩ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ১৭ শতাংশ ও কৃষি মন্ত্রণালয় ২৫ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর