বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ, নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সব দেশে প্রতিবছর ১০ ডিসেম্বর এ দিবসটি পালিত হয়। অন্য দেশের মতো বাংলাদেশে সভা, সেমিনার, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারি-বেসরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘আমাদের অধিকার সর্বদাই আমাদের স্বাধীনতা’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ জাতীয় মানবাধিকার কমিশন র‌্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে। এতে কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনসহ অন্যরা অংশ নেবেন।

এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ, আমাদের আইন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

সর্বশেষ খবর