শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাঠে নামছেন সাবেক ছাত্রলীগ নেতারা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

মাঠে নামছেন সাবেক ছাত্রলীগ নেতারা

চট্টগ্রামের ১০টি পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীদের জয়ী করতে চট্টগ্রামের প্রায় ২০০ সাবেক ছাত্রনেতা একাট্টা হয়েছেন। এরই মধ্যে ঢাকায় সাবেক ছাত্রনেতাদের নিয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। চট্টগ্রামের কেন্দ্রীয়, নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম।  প্রতিটি পৌরসভায় দলীয় প্রার্থীদের বিজয়ী করতে মাঠে থেকে প্রচার-প্রচারণা চালাবেন চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতারা। এদের মধ্যে কেন্দ্রীয়, মহানগর, উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শীর্ষ সাবেক নেতারাও থাকবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক লিয়াকত সিকদারকে কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী ও সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিনকে চট্টগ্রামের সমন্বয়কারী করা হয়েছে। চট্টগ্রামের সমন্বয়কারী ও সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জেলায় দলীয় প্রার্থীর পক্ষে কাজ শুরু করব শিগগিরই। এর ধারাবাহিকতায় চট্টগ্রামে কয়েক দিনের মধ্যে সাবেক নেতাদের নিয়ে বৈঠকও করা হবে। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলেই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন বলেও জানান তিনি। চট্টগ্রামের ১০ পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীরা হচ্ছেন মিরসরাইয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, বারইয়ারহাটে আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন প্রকাশ ওরফে ভিপি নিজাম, স্বদ্বীপে বর্তমান মেয়র জাফরউল্লাহ টিটু, রাঙ্গুনিয়ায় উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান শিকদার, রাউজানে সাবেক মেয়র দেবাশীষ পালিত, সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা বদিউল আলম, বাঁশখালীতে মুক্তিযোদ্ধা  সেলিমুল হক, চন্দনাইশে সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম খোকা, পটিয়ায় বর্তমান মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জোবায়ের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর