শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্ব ইজতেমার প্রস্তুতি এগিয়ে চলেছে

আফজাল হোসেন, টঙ্গী

রাজধানীর সন্নিকটে তুরাগ নদের তীরে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। প্রতিদিন স্বেচ্ছায় কাজ করছেন বিভিন্ন এলাকার মুসল্লিরা। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন ৫১তম বিশ্ব ইজতেমা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ১০ জানুয়ারি শেষ হবে প্রথম পর্ব। এরপর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি শেষ হবে। ময়দানের জিম্মাদার গিয়াস উদ্দিন বলেন, জায়গা সঙ্কুলানের অভাবে এই প্রথম ৬৪ জেলাকে ভাগ করা হয়েছে। ২০১৬ সালে ৩২ জেলা এবং ২০১৭ সালে ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় শরিক হবেন। ময়দানে স্বেচ্ছায় কাজ করতে আসা মুসল্লিরা বলেন, প্রতি বছর লোকসংখ্যা বাড়ে কিন্তু জায়গা বাড়ে না। তাই মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ময়দানের পাশে বাটা ফ্যাক্টরি, টিএসসি, এটলাস হোন্ডা, আশরাফ সেতু, সেনা কল্যাণ ভবনের পরিত্যক্ত সরকারি জমি ইজতেমা ময়দানের নামে বরাদ্দ দেওয়ার জন্য তারা দাবি জানান। গাজীপুর-২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেল বলেন, ময়দানে আসা মুসল্লিদের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়দানের অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যার কাজ চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর