শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বগুড়ার মহাস্থান মাজারের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিয়া মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনার পর মহাস্থান মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বগুড়ার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে গত মঙ্গলবার থেকে মহাস্থান মাজার ও তার আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ বিভাগ বলছে সাদা পোশাকে এবং পোশাক পরিহিত পুলিশ ও গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে। দর্শনার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়। জানা গেছে, মাজারে সন্দেহভাজনদের আনাগোনা ও তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য মাহাস্থানগড় এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। টহল বৃদ্ধি করা ছাড়াও শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মহাস্থান ঈদগাহ মাঠে সাধারণ জনগণকে নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সাদা এবং পোশাকে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

সর্বশেষ খবর