শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হতে হবে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে এমন সব বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের আরও নমনীয় হওয়া উচিত। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে মুনাফা নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ লাভবান হচ্ছে না। এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত। এই বহুজাতিক কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে দেশের অর্থনীতির গুরুত্ব বাড়বে, অন্যদিকে পুঁজিবাজারে আরও বিনিয়োগ বাড়বে। 

সর্বশেষ খবর