শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

ঢাকার দুই মেয়রকে নোটিস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির। গতকাল তিনি ডাকযোগে এই নোটিস পাঠান। ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে এই নোটিস পাঠানো হয়েছে। নোটিসে রাজধানীর দুই সিটি করপোরেশনের সব শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও মসজিদসহ অন্যান্য প্রতিষ্ঠানের সামনে বা আশপাশ থেকে সাত দিনের মধ্যে ডাস্টবিন সরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনের কাছে এই নোটিস পাঠানো হয়েছে। বিশেষত মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের মা ও শিশু হাসপাতালের সামনে ময়লার যে স্টেশন রয়েছে তা দ্রুত সরাতে বলা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে। ‘অব্যবস্থাপনায় ময়লার ভাগাড় ঢাকা’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশার কারণে প্রতিনিয়ত পথ চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। বর্জ্য অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা সিটি করপোরেশন কার্যকর ভূমিকা রাখতে না পারায় পুরো শহরই এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে সিটি করপোরেশনের নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকায় বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে ময়লাবাহী ভ্যানগাড়ি চালকরা ময়লা সংগ্রহ করে তা প্রধান সড়কের পাশে, কিছু আবাসিক এলাকায় বাড়িঘরের পাশে, বাসস্ট্যান্ডে, বাজারে, হাসপাতালে এমনকি স্কুলের সামনের খালি জায়গাতেও ফেলছেন। এর ফলে নগরবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। দূষিত হচ্ছে পরিবেশ। কিন্তু দীর্ঘদিনের এই বেহাল দশা থেকে ঢাকাবাসীকে বাঁচাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ হিসেবে সিটি করপোরেশন ময়লা ফেলার জায়গা জটিলতা ও জনবল স্বল্পতাকে দায়ী করে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর