শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নকল কাগজপত্রে ইবিতে ভর্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা না দিয়ে নকল কাগজপত্রে অভিনব কায়দায় ভর্তির ঘটনা ঘটেছে। গতকাল বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখায় কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মো. আলামিন হোসেন নামে এক শিক্ষার্থী বি ও সি ইউনিটে উত্তীর্ণ হয়। পরে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়। তার একই কাগজপত্র নকল করে আলামিন নামের অন্য একজন শুধু ছবি পরিবর্তন করে বাংলা বিভাগে ভর্তি হয়। সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফরম উত্তোলন ও পরীক্ষা না দিয়ে ভর্তি হয়।

সর্বশেষ খবর