শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৯০ হাজার শিশু শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে রক্ষা করতে সরকার গত নয় বছরে ৯০ হাজার শিশু শ্রমিককে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ১১৩৬ জন শ্রমিকের মধ্যে ৯৭৮ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কমপক্ষে ১ লাখ এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একইভাবে তাজরীনে দুর্ঘটনায় নিহত ১১১ জন শ্রমিকের প্রত্যেককে ৭ লাখ টাকা করেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  বৈঠকে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর