মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগে বিদ্রোহী শঙ্কা বিএনপির বড় বাধা মামলা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

আওয়ামী লীগে বিদ্রোহী শঙ্কা বিএনপির বড় বাধা মামলা

দলের কঠোর হুঁশিয়ারি ও বহিষ্কারের খড়গ তোয়াক্কা না করে সিলেট পৌর নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় আওয়ামী লীগের বিদ্রোহীরা। তিন পৌরসভার সবকটিতেই রয়েছেন বিদ্রোহী প্রার্থী। এতে বিপাকে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীর চেয়ে ‘ঘরের প্রতিপক্ষ’কে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে, সব পৌরসভায় বিএনপি একক প্রার্থী দিলেও নির্বাচনের পরিবেশ নিয়ে আতঙ্ক বিরাজ করছে প্রার্থী এবং সমর্থকদের মাঝে। বেশির ভাগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ও ভোট দিতে পারবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সিলেটের তিনটি পৌরসভার মধ্যে গোলাপগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু। সেখানে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন। নির্বাচনে বিএনপির প্রার্থীকে নিয়ে পাপলুর যতটা না দুশ্চিন্তা তার চেয়ে বেশি দলের বিদ্রোহীদের নিয়ে। এ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। জকিগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন। তাকে চ্যালেঞ্জ করে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।

সর্বশেষ খবর