মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কে নিয়োগ দেবে : হাইকোর্ট

গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির পরিবর্তে জেলা শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম নুরুল ইসলাম। তিনিই এ রিট করেন। তিনি জানান, এ বিষয়ে ২১ অক্টোবর জারি করা সার্কুলারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির পরিবর্তে জেলা শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে, যে কমিটির প্রধান হবেন ডিসি। কমিটিতে আরও থাকবেন ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এ নিয়োগ দিত। এদিকে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে কেন আইন-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি করতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা আবেদন কেন পুনর্বিবেচনা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং এর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। ২৭ আগস্ট বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হয়। রিট আদেশের পর সাইফুল আলম সাংবাদিকদের বলেন, যখনই গ্যাস বা বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়, তখন আইন অনুযায়ী গণশুনানির ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে ৯০ দিনের বেশি সময় পার হওয়ার পর দাম বাড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে।.

সর্বশেষ খবর