বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পলিথিন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা শহরে প্রতিদিন প্রায় এক কোটি ৪০ লাখেরও বেশি পলিথিন ব্যবহার হয় বলে দাবি করেছে ১৭টি পরিবেশবাদী সংগঠন। রাজধানী ঢাকাসহ সারা দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ পলিথিন। অবিলম্বে পলিথিন নিষিদ্ধ করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ মত প্রকাশ করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যন আবু নাসের খান। বক্তারা বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার সব পলিথিন ব্যাগ বা এরূপ সামগ্রীর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। অথচ রাজধানীসহ সারা দেশে প্রায় এক হাজার নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর