বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পোড়ানো হলো দেড় লক্ষাধিক ব্যালট

নিজস্ব প্রতিবেদক

এবার পৌর নির্বাচনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের ২ কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপার মুদ্রণ শেষ হয়েছে। এর মধ্যে দেড় লক্ষাধিক ব্যালট পেপার পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি নতুন করে ছাপাতে হয়েছে। আগামী শুক্র ও শনিবার সকালে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পৌরসভাভিত্তিক ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ করবে নির্বাচন কমিশন। জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দিতে ১৩ হাজার ৭৬৮, কুষ্টিয়া সদরে ১ লাখ ৩২ হাজার ৫৭৮ ও মহেশপুরে ১৯ হাজার ৪৩৩ জন ভোটার রয়েছেন। তিন পৌরসভায় দেড় লক্ষাধিক ব্যালট পেপার পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি নতুন ব্যালট পেপার ছাপাতে হয়েছে। সংশ্লিষ্ট ২৩২ পৌরসভার রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচনী এলাকায় নিরাপত্তা প্রহরায় এসব পৌঁছানো হবে বলে জানিয়েছেন ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ। ইসি কর্মকর্তারা জানান, আদালতের আদেশে ভোট স্থগিত হওয়ায় এবং প্রার্থিতা ফিরে পাওয়ায় মঙ্গলবার পর্যন্ত চারটি পৌরসভার মেয়র পদে ব্যালট পেপার পুড়িয়ে নষ্ট করতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর