মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যক্তি বিনিয়োগ কোটা কমল আইপিওতে

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ব্যক্তি (সাধারণ) বিনিয়োগকারীদের কোটা কমানো হয়েছে। ফিক্সড প্রাইস মেথড এবং বুকবিল্ডিং—উভয় পদ্ধতির আইপিওতেই সাধারণ বিনিয়োগকারীরা আগের চেয়ে কম শেয়ার বরাদ্দ পাবে। সংশোধিত আইপিও বিধিমালায় এমন ব্যবস্থা রাখা হয়েছে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে। কিছুদিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের পর আইনটি কার্যকর হবে। অন্যদিকে অনেক বছর পর ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওতে ফিরিয়ে আনা হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা। এ ছাড়া বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা বাড়ানো হয়েছে। সংশোধনী অনুসারে ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওতে ব্যক্তি বিনিয়োগকারীদের কোটা থাকছে ৪০ শতাংশ। এ ছাড়া মিউচ্যুয়াল ফান্ড এবং অনিবাসী বাংলাদেশিদের জন্য ১০ শতাংশ কোটা বহাল রয়েছে। বুকবিল্ডিং পদ্ধতিতে ব্যক্তি বিনিয়োগকারীর কোটা ৪০ শতাংশ থেকে কম ৩০ শতাংশ করা হয়েছে। এ পদ্ধতির আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কোটা রাখা হচ্ছে ৫০ শতাংশ। উভয় পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ১০ শতাংশ কোটা সমন্বয় করা হবে সাধারণ বিনিয়োগকারীর কোটার সঙ্গে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর