বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নতুন বছরে নতুন বইয়ের জন্য স্কুলে স্কুলে অপেক্ষা

আকতারুজ্জামান

নতুন বছরে নতুন বইয়ের জন্য স্কুলে স্কুলে অপেক্ষা

আর একদিন পরই নতুন বছর। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবারও নতুন বইয়ে বরণ করবে নতুন বছরকে। আগামী শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বই উত্সবের আয়োজন করছে।

ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠে শুক্রবার সকাল ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সকাল ১০টায় মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উত্সব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আগামীকাল সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ বছর মোট সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০ বই ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে।

গতকাল সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, এরই মধ্যে ৩৩ কোটি বই শিক্ষার্থীদের নাগালে পৌঁছে গেছে। এখন কেবল উত্সবের অপেক্ষা। বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উত্সবের মধ্য দিয়ে সাড়ে চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ শিক্ষার্থীর হাতে এসব বই বিতরণের সব আয়োজন শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ১ জানুয়ারি শুক্রবার হলেও পাঠ্যপুস্তক উত্সব দিবস উদযাপন উপলক্ষে ওই দিন সারা দেশে স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে। বই উত্সবের স্বার্থে প্রতিবছর বছরের প্রথম দিন বই বিতরণের ধারাবাহিকতা রক্ষায় আগামী শুক্রবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। কোমলমতি শিক্ষার্থীদের নতুন বছরে নতুন বইয়ের আনন্দ নিরবচ্ছিন্ন রাখতেই শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকের বই ছাপানোর কাজ এবার একটু দেরিতে শুরু হয়েছিল উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, কিছু সমস্যা থাকলেও প্রাথমিকের সব বই ছাপানো শেষ হয়েছে, উপজেলা পর্যায়েও এসব বই পৌঁছে গেছে। সব বই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শিক্ষামন্ত্রী জানান, পাঁচ শতাংশ বই সব সময় সংরক্ষণ করা হয়। ওই বইগুলো কোথাও কোথাও যেতে দেরি হলেও বিতরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক বই চলে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের স্কুলে গিয়ে বই উত্সবে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর