বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নীরবে ভোটে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল করলেও পৌরসভা নির্বাচনে মাঠ ছাড়েনি জামায়াতে ইসলামী। নিজেদের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে নামতে না পারলেও নীরবে মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্যতম এ শরিক। আজ ২৮টি পৌরসভায় জামায়াতের স্থানীয় নেতারা স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া প্রায় সব কটি পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী দিয়েছে দলটি। কোথাও প্রকাশ্যে, বেশির ভাগ জায়গায় অপ্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। নারী-পুরুষ মিলিয়ে তাদের প্রায় এক হাজার প্রার্থী আজ ভোটের মাঠে রয়েছেন। জানা যায়, ৪৬টি পৌরসভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ৪৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়। পরে বিএনপির সঙ্গে সমঝোতায় জামায়াতের সাতজন স্বতন্ত্র মেয়র প্রার্থী কেন্দ্রীয় নির্দেশে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর