শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পিএসসি জেএসসি ও জেডিসির ফল আজ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষা সমাপনী, এবতেদায়ি শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করা হবে আজ। সচিবালয়ে দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং দেড়টায় শিক্ষামন্ত্রী পৃথক সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। প্রাথমিক শিক্ষা অধিদফতর (www. dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে। www. educationboardresults.gov.bd

ওয়েবসাইট থেকে জেএসসি-জেডিসির ফল পাওয়া যাবে। মোবাইলে মেসেজ পাঠিয়েও এ চার পরীক্ষার ফল পাওয়া যাবে। এ ক্ষেত্রে প্রাথমিক সমাপনীর জন্য DPE ও এবতেদায়ির জন্য EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে। জেএসসি ও জেডিসির জন্য JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএমএস করতে হবে।

সর্বশেষ খবর