বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

যেভাবে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে নতুন নিয়ম করে গতকাল পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাপত্র উপজেলা শিক্ষা কর্মকর্তার (ইউইও) কাছে পাঠাবে। ৩১ অক্টোবরের মধ্যে ইউইও সব প্রতিষ্ঠানের চাহিদাপত্র একীভূত করে তা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন। জেলা শিক্ষা কর্মকর্তা ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষকদের চাহিদাপত্র এনটিআরসিতে জমা দেবেন। এনটিআরসিএ প্রতি বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক জাতীয়, বিভাগ, জেলা ও উপজেলাওয়ারি মেধাক্রম করে ফল ঘোষণা করবে। এরপর শিক্ষকদের পছন্দ অনুযায়ী এনটিআরসিএ মেধাক্রম ধরে উপজেলাভিত্তিক শিক্ষক নিয়োগের প্রার্থী তালিকা করবে। উপজেলায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে জেলার তালিকা এবং তাতেও প্রার্থী না মিললে বিভাগীয় তালিকাকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিপত্রে বলা হয়েছে, বিভাগীয় মেধা তালিকায়ও যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তাহলে জাতীয় মেধা তালিকা বিবেচনা করা হবে। বিভাগীয় সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে সংশ্লিষ্ট বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বিভাগীয় তালিকায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে জাতীয় মেধা তালিকা থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সর্বশেষ খবর