শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেয়র হলেন দুজন নারী

জিন্নাতুন নূর

এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দেশের ১৫টি পৌরসভায় ১৫ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন দুজন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নির্বাচিত নারী মেয়র প্রার্থীদের দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। তারা হলেন— সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার আওয়ামী লীগের আশানুর বিশ্বাস এবং নারায়ণগঞ্জের তারাব পৌরসভার হাসিনা গাজী। এর মধ্যে আশানুর বিশ্বাস পেয়েছেন ২৫ হাজার ৬৬০ ভোট আর হাসিনা গাজী পেয়েছেন ৩৯ হাজার ৮২২ ভোট। আশানুর বিশ্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল আমিন ভূইয়া জামাল পেয়েছেন ৮ হাজার ১৭৫ ভোট। আর হাসিনা গাজীর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন ভূইয়া পেয়েছেন ৫ হাজার ৯৪৪ ভোট। এ ছাড়া অন্য নারী মেয়র প্রার্থীদের মধ্যে নাটোরের গোপালপুরে আওয়ামী লীগের রোকসানা মোর্তজা লিলি তার প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী নজরুল ইসলামের কাছে পরাজিত হন। নজরুল ইসলাম ৪ হাজার ৯১৫ ভোট পান আর রোকসানা পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট। ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগের মোছা. তহমিনা আখতার মোল্লা ১০ হাজার ৭০১ ভোট পান। আর বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমীন ১৫ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন। রংপুরের বদরগঞ্জে ৬ হাজার ৯৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উত্তম কুমার সাহা।

এ পৌরসভার নারী মেয়র প্রার্থী মোছা. শামীম আরা বেগম পেয়েছেন মাত্র ৫৭ ভোট। পঞ্চগড়ে কালিয়া পৌরসভায় ১৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির তৌহিদুল ইসলাম। আর ৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন নারী প্রার্থী জাকিয়া খাতুন। নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান ৩ হাজার ৮১২ ভোট পেয়েছেন। নারী মেয়র প্রার্থী সোহেলি পারভিন নিরী পেয়েছেন ৪৯৫ ভোট। রাজশাহীর চারঘাটে ৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিএনটির প্রার্থী জাকরুল ইসলাম বিপুল নির্বাচিত হয়েছেন। নিকটতম নারী প্রার্থী নার্গিস খাতুন পেয়েছেন ৭ হাজার ৩৬৮টি ভোট। কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আবুল খায়ের ১৮ হাজার ১৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির শাহনাজ আক্তার পেয়েছেন ১০ হাজার ৯৫৫ ভোট। এ ছাড়া শরীয়তপুরের ভেদরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী তানিয়া বেগম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী রোকসানা পারভীন, কুষ্টিয়ার মিরপুরে স্বতন্ত্র প্রার্থী নাসরিন বেগম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এনপিপির খালেদা বেগম, পটুয়াখালীর কুয়াকাটার এনপিপির রাবেয়া খাতুন ও নরসিংদীর ফারজানা আক্তার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর