বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ

সাভার প্রতিনিধি

দেশের বিভিন্ন এলাকায় যখন তীব্র গ্যাস সংকট চলছে, ঠিক  সেই মুহূর্তে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে বেড়ে চলছে গ্যাসের অবৈধ সংযোগ। অভিযোগ রয়েছে, কথিত ঠিকাদাররা তিতাসের কিছু অসাধু কর্মকর্তাকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন তাদের এই কর্মকাণ্ড।

সরেজমিন ঘুরে দেখা যায়, সাভারের গেণ্ডা, নামা গেণ্ডা, ব্যাংক টাউন, ফুলবাড়িয়া, রাজ ফুলবাড়িয়া, রাজাঘাট, ইমান্দিপুর, ভাকুর্তা, তেঁতুলঝরা, আমিনবাজারসহ আশুলিয়ার দোসাইদ, কলমা-বেলমা, কাঠগড়া, চানগাঁও, ইয়ারপুর, গোমাইল, বাংলাবাজার, জামগড়া, ইউনিক, নরসিংহপুর, ঘোষবাগ, গাজীরচট, ভাদাইলসহ বিভিন্ন এলাকায় আবাসিক মহল্লাসহ বিভিন্ন কলকারখানায় তীব্র গ্যাস সংকট চলছে। এই সংকটের মধ্যে আশুলিয়ার জিরানী কোনাপাড়া এলাকায় স্থানীয় ইউপি  মেম্বার তমিজ উদ্দিনের বাড়িঘেঁষে কয়েক দিন ধরে একটি চক্র রাতের আঁধারে বাড়ি বাড়ি দিচ্ছে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ। আর এ চক্র প্রতিটি সংযোগ বাবদ বাড়ির মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ৪০-৫০ হাজার টাকা। দুই মাস আগে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অপর এক ঠিকাদারের তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার প্রতিবাদ করায় শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে প্রাণনাশের হুমিক দেন। ওই ছাত্রলীগ নেতা জীবনের নিরাপত্তা চেয়ে পরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে আশুলিয়ার জিরানী টেঙ্গুরী এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই আমাদের এলাকায় গ্যাসের তীব্র সংকট। দিনের বেলায় গ্যাসের চাপ একদম থাকে না। মাঝরাতের দিকে কিছুটা চাপ থাকলেও ভোর হতে না হতেই আবার সংকট। এই বাসিন্দা আরও বলেন, আমরা বৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে বর্তমানে তীব্র গ্যাস সংকটে আছি। আর সেই মুহূর্তে কিছু অসাধু ঠিকাদার রাতের আঁধারে অবৈধভাবে গ্যাসের সংযোগ দিচ্ছেন বাড়ি বাড়ি। এ বিষয়ে জানতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অপারেশন শাখার প্রকৌশলী আলী আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাভার ও আশুলিয়ার ১৮৯টি অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের তালিকা করা হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

সর্বশেষ খবর