বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রাসিককে ট্যাক্স দেয় না সরকারি ১৪ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাসিককে ট্যাক্স দেয় না সরকারি ১৪ প্রতিষ্ঠান

রাজশাহী সিটি করপোরেশনকে কখনো ট্যাক্স দেয় না ১৪ প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোর সবকটিই সরকারি। দীর্ঘদিন ধরে ট্যাক্স না দেওয়ায় তাদের কাছে রাসিকের পাওনাও দিন দিন বাড়ছে। এই ১৪ প্রতিষ্ঠানের কাছে এখন রাসিকের পাওনা ৮ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ৬৫৭ টাকা। রাজশাহী সিটি করপোরেশনের ট্যাক্সসেশন কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ শিমুল জানান, তারা একাধিকবার এসব প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছেন। মন্ত্রণালয়েও লিখেছেন। কিন্তু ট্যাক্স পরিশোধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।  রাসিক সূত্র জানায়, সবচেয়ে বেশি পাওনা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে— ৫ কোটি ৯৫ লাখ ৮০০ টাকা। সংস্থাটি কখনো কোনো পাওনা পরিশোধ করেনি। রাজশাহী টেক্সটাইল মিলের কাছে পাওনা ২ কোটি ৬৯ লাখ ৯৯৬ টাকা।

সর্বশেষ খবর