বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ব্যতিক্রমী কর্মশালা বসুন্ধরা সিমেন্টের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রাজমিস্ত্রিদের নিয়ে ব্যতিক্রমধর্মী কর্মশালা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। গতকাল দুপুরে নগরীর বোর্ড বাজারের ভাওয়ালের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মশালায় ৫০ জন রাজমিস্ত্রি অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, সিমেন্টশিল্পে বাংলাদেশের সর্বোচ্চ উত্পাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট উত্পাদন করছে এই প্রতিষ্ঠান। দেশের আইকনিক পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদীশাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড প্রকল্প, মেগা পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোয়ও ব্যবহূত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ খবর