বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রেলের ভাড়া পুনর্নির্ধারণ

২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

বাংলাদেশ রেলওয়ের যাত্রী, পার্সেল, মালামাল ও কনটেইনারের ভাড়া তিন বছর পর পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতে সব মিলিয়ে ভাড়া বাড়ছে ৭ দশমিক ২৩ শতাংশ। ২০ ফেব্রুয়ারি থেকে এ ভাড়া কার্যকর ও পুনর্নির্ধারণ করার জন্য রেলপথ মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি রেলভবনের মার্কেটিং শাখার উপ-পরিচালক (মার্কেটিং) হোসনে আরা স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে এ তথ্য। একই সঙ্গে এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভাড়া গণনার নির্ধারিত অনুমোদিত পদ্ধতি অনুসরণক্রমে সরকারের সম্মতি রয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহা. শওকত রশীদ চৌধুরী স্বাক্ষরিত একটি ‘পরিপত্র’ জারি করা হয়েছে। আর ভাড়া বৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এবার প্রায় ৪৫ কোটি টাকা আয়ও বৃদ্ধি পাচ্ছে।

এর আগে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনক্রমে রেলের ভাড়া বাড়ানো হয়েছে। এতে ব্যয় অনুপাতে ভাড়া বাড়ানো হলেও যাত্রীদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে বলে জানান রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান।

সর্বশেষ খবর