চট্টগ্রাম ইপিজেড থানার পকেট গেট এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) পরিচালিত মূল সরবরাহ লাইন থেকে অবৈধভাবে নেওয়া এক হাজার ফুট দীর্ঘ অবৈধ গ্যাসের লাইন শনাক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গতকাল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ অভিযান পরিচালনা করেন। কেজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রকৌ.) হাসান সোহরাব বলেন, ইপিজেড থানার আকমল আলী সড়কে ডাক্তারের বিল্ডিং নামের একটি ভবনে অবৈধভাবে এক হাজার ফুট দীর্ঘ গ্যাসের লাইন টানা হয়েছে। অভিযান চালিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। ভবনটির মালিক ডা. এম জেড শরীফ বলে জেনেছি। ওই ভবনে ২০টি অবৈধ গ্যাস সংযোগ ছিল। এ ছাড়া ওই অবৈধ গ্যাসের লাইন থেকে সংযোগ নেওয়ায় জাহিদ নামে অপর একজন মালিকের ভবনের ১৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।