এবার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক (সিআই) সত্যজিৎ দাশকে সিজিপিওয়াইয়ে বদলি করা হয়েছে। সোনা লুটের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সিআই সত্যজিৎ দাশকে বদলি করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানায়। গতকাল বদলি আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন রেলের নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের চিফ কমান্ডেন্ট আমিনুর রশিদ। এর আগে ব্যবসায়ীর ২০৫ ভরি সোনা লুটের ঘটনায় পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ি ইনচার্জ মেজবাহকে গ্রেফতার ও বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া মেজবাহ উদ্দিনকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ রিমান্ডের শেষ দিন। সোনা ছিনতাইয়ের বিষয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান জিআরপির ওসি হিমাংশু দাশ রানা। এদিকে বদলি আদেশ প্রত্যাহার করতে উচ্চ মহলে তদবির শুরু করেছেন সত্যজিৎ দাশ। আদেশের পর থেকেই বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে তত্পরতা শুরু করেছেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।