শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা
এটিএম কার্ড জালিয়াতি

আরও এক বিদেশি গ্রুপের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

এটিএম কার্ড জালিয়াতিতে জড়িত আরও এক বিদেশি গ্রুপের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। পিওটর থমাসের মতোই আরও একটি চক্র এটিএম কার্ড জালিয়াতি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। ওই চক্রের সদস্যদের ধরতে গোয়েন্দারা গতকাল দিনভর অভিযান পরিচালনা করেছেন সম্ভাব্য বিভিন্ন স্থানে। কিন্তু এখনো চক্রের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, সিটি ব্যাংকের গুলশান এলাকার এটিএম বুথ থেকে সংগৃহীত ভিডিও ফুটেজ দেখে আরেকজন বিদেশিকে শনাক্ত করেন গোয়েন্দারা। ওই ভিডিও ফুটেজে একজন বিদেশিকে বুথে ঢুকে স্কিমিং ডিভাইসের সাহায্যে টাকা তুলতে দেখা যায়। ওই বিদেশির পরিচয় জানতে গোয়েন্দারা পিওটরকে গতকালও ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। তাকে ভিডিও ফুটেজও দেখানো হয়। কিন্তু পিওটর ওই বিদেশিকে চেনেন না বলে জানান। এতে তদন্ত কর্মকর্তারা নিশ্চিত হন যে, পিওটর ছাড়াও আরেকটি বিদেশি গ্রুপ গ্রাহকদের এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত আছে। সূত্র জানায়, পিওটরের সহযোগী তার আরও দুই বন্ধুর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন পিওটরের বন্ধু জার্মান নাগরিক অ্যান্ড্রে ও বুলগেরিয়ার নাগরিক রোমিও। তাদের একসঙ্গে ছবিও পাওয়া গেছে। পিওটরের গুলশানের বাসায় এরা নিয়মিত বৈঠকে বসতেন। ১৩ ফেব্রুয়ারি পিওটরের এ দুই বন্ধু ঢাকা ত্যাগ করেন।

সর্বশেষ খবর