শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিদ্যুৎ এখন মানুষের পেছনে বিদ্যুতের মতো ছুটছে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আগে বিদ্যুতের পেছনে মানুষ ছুটত। হারিকেন নিয়ে বাইরে বেরুতে হতো। এখন মানুষের পেছনে বিদ্যুৎ ছুটছে বিদ্যুতের মতো। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিন হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমান সরকারের আমলে ১২ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখন আর বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হবে না। সন্ধ্যার পর পড়াশোনা করতে শিক্ষার্থীদের সমস্যা হবে না।’ গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কর্মমঠ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী সুইচ টিপে ৭৪৮ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। বিদ্যুৎ উদ্বোধন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

সর্বশেষ খবর