শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সিলেটে ছাত্রলীগের হাতে জিম্মি চার শিক্ষাপ্রতিষ্ঠান

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। প্রতিদিনই ঘটছে সংঘাত-সংঘর্ষ ও অস্ত্রের মহড়া। ছাত্রলীগ ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজ ও মদন মোহন কলেজ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করে তুলছে তারা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ারা নিয়ে গত কয়েক মাসে সিলেটে ছাত্রলীগের দুই কর্মী প্রাণ হারিয়েছেন। রক্তাক্ত জখম হয়েছেন অর্ধশত। অপকর্মের প্রতিবাদ করলে তাদের হাতে নাজেহাল হতে হচ্ছে শিক্ষকদেরও। সর্বশেষ গত সোমবার সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তাণ্ডব চালায় ছাত্রলীগ ক্যাডাররা। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রলীগের এমন তাণ্ডবে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগের দিন রায়হান গ্রুপের কর্মী বিকাশ সাহাকে মারধর করে নিপুর ক্যাডাররা। এ ছাড়া অভ্যন্তরীণ দ্বন্দ্বে বালুচরে এমসি কলেজের জায়গায় অবৈধভাবে নির্মিত হিরণ মাহমুদ নিপুর ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করে রায়হান গ্রুপের নেতা-কর্মীরা। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি। ২৯ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন ও টিউশন ফি ছাড়া পরীক্ষা এবং হলে নকলের সুযোগ না দেওয়ায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান নিয়ে তারা পরীক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয়। ছাত্রলীগের বাধার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর পরীক্ষা নিতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এর আগে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মারধর, হত্যা ও গুমের হুমকির অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। এসব অভিযোগে ইতিমধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগ ক্যাডাররা পিটিয়ে কাজী হাবিবুর রহমান নামের এক কর্মীকে খুন করে। অভ্যন্তরীণ দ্বন্দ্বে মদন মোহন কলেজে গত কয়েক মাসে ছাত্রলীগ নেতা-কর্মীরা একাধিকবার সংঘাত-সংঘর্ষে জড়িয়েছে। এতে আবদুল আলী নামের এককর্মী খুন হন। আধিপত্য বিস্তার নিয়ে সিলেট সরকারি কলেজেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর