শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

১ লাখ ৭১ হাজার টন খাদ্য উৎপাদন বৃদ্ধি

মর্যাদাপূর্ণ পেশায় নারীদের বিদেশে পাঠানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

১ লাখ ৭১ হাজার টন খাদ্য উৎপাদন বৃদ্ধি

নদী-খাল-বিল তথা ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে সরকারের নেওয়া সেচ সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এবার দেশে ১ লাখ ৭০ হাজার ৮৩৫ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশের ৫৬ হাজার ৯৪৫ হেক্টর জমিতে এ সেচ সুবিধা প্রদান করে এ সাফল্য পাওয়া গেছে বলে সংসদীয় কমিটিকে অবহিত করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডাবল লিফট সেচ প্রকল্পের সফল সমাপ্তির পর এ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মকবুল হোসেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আবদুর রাজ্জাক, মো. নজরুল ইসলাম বাবু, মামুনুর রশিদ কিরণ, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, কৃষিপ্রযুক্তি গবেষণায় সফলতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পুরস্কার অর্জন করেছে। এ জন্য পুরস্কার হিসেবে ট্রফি ও সনদের সঙ্গে নগদ এক লাখ মার্কিন ডলার পাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ টাকা কৃষি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কৃষি যন্ত্রপাতি কেনায় ব্যয় হবে বলে কমিটিকে জানায় মন্ত্রণালয়। এদিকে শুধু গৃহকর্মী হিসেবে না পাঠিয়ে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য মর্যাদাপূর্ণ পেশার কর্মী হিসেবে বিদেশে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশি নারী শ্রমিক পাঠানোর আগে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হতে বলা হয়। এ ছাড়া বিদেশে পাঠানোর আগে সব কর্মীর ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করতে একটি বিশেষায়িত বীমা কোম্পানি গঠনেরও সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, মো. আয়েন উদ্দিন, মাহজাবীন মোর্শেদ বৈঠকে অংশ নেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে মালয়েশিয়া সরকারের সঙ্গে সম্পাদিত জি টু জি প্লাস চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি দক্ষ শ্রমিকের চাহিদা পূরণে বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণের বিষয় ও পরিধি বাড়ানোর সুপারিশ করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া জি টু জি প্লাস চুক্তিপত্র উপস্থাপন করা হয় এবং এর ফলে অন্যান্য সোর্স কান্ট্রির ন্যায় বাংলাদেশ থেকে সব সেক্টরে কর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর