শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
বৈষম্য নিরসন কমিটির সিদ্ধান্ত

ক্যাডার, নন-ক্যাডার উভয়ের প্রবেশ গ্রেড ‘নবম’

নিজস্ব প্রতিবেদক

ক্যাডার, নন-ক্যাডার উভয় শ্রেণির কর্মকর্তাদের সরকারি চাকরিতে প্রবেশের গ্রেড হবে ‘নবম’। এটাই হবে সরকারি চাকরিতে প্রবেশের প্রথম ধাপ বা পদ। তবে এর মধ্যে ক্যাডারভুক্তরা বাড়তি একটি ইনক্রিমেন্ট পাবেন। গতকাল সচিবালয়ে ‘বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জনপ্রশাসন সচিব ড. কামাল আবু নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অষ্টম ও নবম গ্রেড— এ দুটি নিয়ে একটা সমস্যা ছিল। এখানে পরিবর্তন আনা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর