শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দেশে ৮০ লাখের বেশি ডায়াবেটিস রোগী

সেমিনারে অভিমত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশে বর্তমানে আশি লাখেরও বেশি ডায়াবেটিস রোগী রয়েছে। সারা পৃথিবীতে এই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।  মানুষের ডিএনএ-তে সংরক্ষিত তথ্যের সঙ্গে ডায়াবেটিস ও অন্যান্য জেনেটিক রোগের সম্পর্ক এবং এর সম্ভাব্য প্রতিকার বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের ল্যাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী অধ্যাপক কলিন পালমার। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাবি শিক্ষক ড. আবু আশফাকুর সজীব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কে এম কাদেরী কিবরিয়া প্রমুখ। মূল প্রবন্ধে অধ্যাপক কলিন পালমার ডায়াবেটিসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জিন এবং এদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এই গবেষণা প্রকল্পটি বাংলাদেশের মানুষের মাঝে ডায়াবেটিসের জিনগত কারণ অনুসন্ধান করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর