শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

স্প্রেম্যান বাসায় না গেলে ফোন করুন : খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ঢাকা শহর থেকে মশা একেবারে নির্মূল করা সম্ভব নয়। আশপাশের এলাকা থেকে প্রবেশ করবেই।

তবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রতিটি বাসার সামনে মশার স্প্রেম্যান যাবে, না গেলে আমাকে সরাসরি ফোন করুন।’ গতকাল সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিশ্ব কিডনি দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ‘স্প্রেম্যানরা ওষুধ ছিটানোর পরে মশারা পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই আবার উড়ে যাচ্ছে। বুঝতে পারি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর