শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আবারও কমল আমানতের সুদ

নিজস্ব প্রতিবেদক

আবারও মেয়াদি আমানতের সুদহার কমাল রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো। এখন মেয়াদি আমানতে আমানতকারীকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৬ দশমিক ৫০ শতাংশ সুদ দেবে। আমানতের সুদহার কমানো হলেও ঋণের সুদহার অপরিবর্তিতই রেখেছে ব্যাংকগুলো। গতকাল সব ব্যাংক বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সুদহার অনুযায়ী তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম, এমন আমানতের বেলায় সুদহার ১ শতাংশ পর্যন্ত কমিয়েছে ব্যাংকগুলো। ১ ফেব্রুয়ারি থেকে এ ধরনের আমানতে ব্যাংকগুলো ৬ দশমিক ৫০ শতাংশ সুদ দিয়ে আসছিল; যা মার্চে এসে কমিয়ে ৫ দশমিক ৫০ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতের সুদহার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে ব্যাংকগুলো। ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ থেকে ৬ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এসব আমানতের সুদ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর